অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
বলিউডের আলোচিত নায়িকা সানি লিওন। এবার বিশেষ জিনিস দিয়ে মাস্ক বানালেন তিনি। আবার সেই মাস্ক নিজেই পরিধান করে সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়লেন এই অভিনেত্রী।
করোনা মহামারিতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘাটতি দেখা দিয়েছিল সার্জিক্যাল মাস্কের। যার ফলে অনেককেই নিজ হাতে মাস্ক তৈরি করে পরিধান করতে দেখা গেছে।
এদিকে গত সপ্তাহের শুরুতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও সেসময় বাড়িতে তৈরি করা মাস্ক পরে সামনে এসেছিলেন।
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে অনুপ্রাণিত হয়ে বাড়িতে থাকা বাচ্চাদের ভিন্ন ভিন্ন জিনিস দিয়ে মাস্ক বানালেন সানি লিওন। যার মধ্যে একটি ছিলো বাচ্চাদের ডায়াপার দিয়ে তৈরি মাস্ক।
শুধু ডায়াপার নয়, বাচ্চাদের মুখোশ, কালো কাপড় ও বাচ্চাদের মশারি দিয়েও মাস্ক বানিয়েছেন সানি।
মাস্কগুলো পরে ছবি তুলে ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন এ নায়িকা।
ক্যাপশনে লিখেছেন, আপনার হাতে যখন মাত্র ৩০ সেকেন্ড সময় থাকে ইমারজেন্সি মাস্ক তৈরির জন্য।
বর্তমানে স্বামী ড্যানিয়েল ওয়েবার ও তিন সন্তানকে নিয়ে মুম্বাইয়ের বাড়িতে রয়েছেন সানি লিওন। সেখানে পুরোপুরি কোয়ারান্টাইন মেনে চলছেন তিনি।