Newsun24

Most Popular Newsportal

করোনা ভাইরাস জাতীয়

করোনায় আরো সাতজনের মৃত্যু, নতুন শনাক্ত ২০৯

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণ হারিয়েছে ৭ জন। এ নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জন। এছাড়া নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২০৯ জন। সব মিলিয়ে দেশে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১০১২ জন।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ ১৯০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ৮ মার্চ দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!