কালুখালীর খরখরিয়ায় অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ ৯ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলেন এএসপি সার্কেল
নিউজ ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
সারা দেশ যখন মহামারী করোনা ভাইরাস এর বিরুদ্ধে লড়ছে ঠিক সে সময় গত ২৭ মার্চ রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউপির খরখড়িয়া গ্রামে ভয়াবহ অগ্নীকান্ডে ৯টি পরিবার বসতভিটা পুড়ে প্রায় অর্ধকোটি টাকা ক্ষতিগ্রস্থ হয়। করোনা ভাইরাস প্রতিরোধে লড়াই করতে করতে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগীতা করতে কেউ এগিয়ে আসেনি। ঠিক সে সময় এএসপি (পাংশা সার্কেল) মোঃ লাবীব আবদুল্লাহ ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে এসে দাড়িয়েছেন।
নিউসান টয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও বার্তা সম্পাদকের মাধ্যমে খবর পেয়ে তিনি সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্থ পরিবারকে শান্তনা প্রদান করেন এবং ৯টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।
এতে ক্ষতিগ্রস্থ পরিবার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এ পর্যন্ত আমরা ক্ষতিগ্রস্থ হয়ে অসহায় হিসেবে রয়েছি। এখন পর্যন্ত অন্য কোথাও থেকে কোনো ধরনের সহযোগীতা পাইনি। বর্তমান পরিস্থিতিতে আমাদের এই ৯টি পরিবারের বেহাল দশা। মাথা গোজার ঠাইও নেই। আমরা আপনার মাধ্যমে সরকারীভাবে ঊর্ধতন কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করছি।
এ ব্যাপারে এএসপি (পাংশা সার্কেল) মোঃ লাবীব আবদুল্লাহ’র সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি জানার পর রাজবাড়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান (পিপিএম বার) স্যারের সাথে কথা বলি। তিনি এ খাদ্য সহায়তা প্রেরণ করেছেন এবং আমাকে ঘটনাস্থল পরিদর্শন করতে বলেন। রাজবাড়ী পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা জেলা পুলিশ সকল ধরনের বিপদে আপদে সকলের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।