অনলাইন ডেস্ক:
রাজবাড়ীর পাংশায় জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়ায় এক যুবকের মৃত্যু হয়েছে। রাজবাড়ী সিভিল সার্জন মো নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাংশায় বাহাদুরপুর ইউনিয়নে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাহদুরপুর ইউনিয়নের সেনগ্রাম গ্রামের হবিবর রহমানের ছেলে রুহুল আমিন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমী বলেন, যুবকটি ঢাকা যাত্রী পরিবহনে চাকরি করতো। ১০ দিন আগে সে করোনার উপসর্গ নিয়ে বাড়িতে আসে। আজ শরীরের অবস্থা অবনতি হলে সে স্থানীয় চিকিৎসকের কাছে যায়।
চিকিৎসক তাৎক্ষণিক কুষ্টিয়া হাসপাতালে যাওয়ার জন্য বলে। কুষ্টিয়া হাসপাতালের জরুরী বিভাগ থেকে ৩ টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে আমরা জানতে পেরে আমরা তাতক্ষনিক প্রশাসনের সাথে বৈঠক করে ওই এলাকা লক ডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে, নেগেটিভ হলে লকডাউন খুলে দেয়া হবে।