Newsun24

Most Popular Newsportal

করোনা ভাইরাস রাজবাড়ী

কালুখালীতে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন আশিক মাহমুদ মিতুল

নিউজ ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:

মহামারী কোভিড-১৯ এর প্রাদুর্ভাব কমাতে সারা দেশে অঘোষিত লকডাউনে খাদ্য সংকটে পড়েছে নিম্ন  আয়ের মানুষগুলো। রাজবাড়ী জেলার কালুখালী, পাংশা ও বালিয়াকান্দিতেও নিম্নআয়ের মানুষেরা আছে অসহায়। ঠিক সেই মূহুর্তে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর নির্দেশক্রমে তার সুযোগ্য পুত্র জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল জেলার ৩টি উপজেলার নিম্নআয়ের মানুষে পাশে দাড়িয়েছে।

শনিবার জেলার কালুখালী উপজেলাতে  দরিদ্র দিনমজুর, রিক্সা-ভ্যানচালক, অটোচালক, ক্ষুদ্র ব্যবসায়ীরা সহ নানা শ্রেণীপেশার মানুষের মাঝে বিতরণ করছেন খাদ্য সামগ্রী এবং রাজবাড়ী সদর, কালুখালী- পাংশা-বালিয়াকান্দি- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করেছেন পিপিই।

বেলা ১২টার দিকে কালুখালী রেল স্টেশন এলাকায়  দরিদ্র দিনমজুর, রিক্সা-ভ্যানচালক, অটোচালক, ক্ষুদ্র ব্যবসায়ীরা সহ নানা শ্রেণীপেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর শুভ ইদ্বোধন করেন দানবীর আশিক মাহমুদ মিতুল।

উদ্বোধন শেষে খাদ্য সামগ্রী (চাউল, ডাউল, তেল, লবণ, সাবান, পিঁয়াজ, রসুন, আলু, মরিচ, আদা) ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন কালুখালী উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের।

কর্মসূচীর উদ্বোধন কালে আশিক মাহমুদ মিতুল বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহামারী এই করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। দেশের কোন মানুষ খাবারের অভাবে মরবে না ঘোষণা দিয়েছেন। তাই আমরা জননেত্রী শেখ হাসিনার ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখে ‘আর নয় করোনা, ঘর ছেড়ে যাবো না, আর মাত্র কিছুদিন, ঘরে থাকবো রাত দিন’ শ্লোগানকে সামনে রেখে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান ছাড়াও বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছি। জননেত্রী শেখ হাসিনা এসকল খাদ্য সামগ্রী নিতে যেন কেউ নির্দিষ্ট কোন এলাকায় ভীড় না জমায় সেদিকে দৃষ্টি রাখতে বলেছেন।

এই অঞ্চলের কোন মানুষ যাতে অনাহারে না থাকে তার জন্য আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম নিজেও নানা উদ্যোগ গ্রহণ করেছেন। দেশের সকল মহামারী দুর্যোগ মোকাবেলায় আমরা সবসময় মানুষের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকতে প্রস্তুত আছি। তবে আমাদের এই কার্যক্রম দেশের এই চলমান অবস্থা বিরাজকালীন সময় পর্যন্ত চলবে।তাই আমরা খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি।

এ ছাড়াও মাস্ক হ্যান্ড গ্লাফস, জীবানু নাশক স্প্রে, স্প্রে ম্যাশিনসহ যাবতীয় সরঞ্জান প্রদান করেছেন আশিক মাহমুদ মিতুল ।

এ সময় রতনদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা,পাংশা উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, কালুখালী উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান  চৌধুরী মবি, যুগ্ন আহবায়ক সোহেল আলী মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুমন, মনোয়ার হোসেন জনি, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য জামির হোসেন জয়, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, রতনদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপনসহ উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!