নিউজ ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কমঃ
শনিবার রাজবাড়ী জেলাধীন কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর নির্দেশক্রমে তার সুযোগ্য পুত্র বিশিষ্ট্য ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল এর অর্থায়নে সকাল ১১টায় এ ত্রান সামগ্রী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নি¤œ আয় ও কর্মহীন মানুষের বাড়ী বাড়ী গিয়ে বিতরণ করেন মৃগী ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ ছাত্রলীগ মৃগী ইউনিয়ন শাখা।
কালুখালী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম লাবু এর নেতৃত্বে এ ত্রান বিতরণকালে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বদও উদ্দিন সরদার, মৃগী ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর মোল্লা, সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক মাস্টার, সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, যুবলীগ নেতা রঞ্জু, শরিফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মোঃ দাউদ ও মিলন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।