রাকিবুল ইসলাম, নিউসান টয়েন্টিফোর ডটকম:
করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে নানামূখী উদ্যোগ গ্রহণ করায় রাজবাড়ীবাসীর প্রশংসা পাচ্ছে রাজবাড়ী জেলা পুলিশ। বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই রাজবাড়ীবাসীর পাশে রয়েছে জেলা পুলিশ।
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম বার, পিপিএম বার) এর সুপরামর্শে রাজবাড়ী পুলিশ সুপার মো: মিজানুর রহমান (পিপিএম) এর উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।
জেলার নির্দিষ্ট তারিখ হতে বিদেশ ফেরতদের ১০টি তথ্য সম্বলিত ফরম প্রদান করে বাড়ীতে বাড়ীতে হোম কোয়ারেন্টাইন স্টীকার লাগিয়ে দেওয়া হয়। এবং তাদের হোমকোয়ারেন্টাইন সম্পর্কে ধারনা দেওয়া হয়।
হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে জেলার ৫টি থানা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। সাথে জেলার ৯৫টি গুরুত্বপূর্ণস্থানে হ্যান্ডওয়াস কর্ণার স্থাপন করা হয়।
সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলে দেশের সর্ববৃহত পতিতালয় দৌলতদিয়া যৌনপল্লী (দৌলতদিয়া উত্তরপাড়া) খাদ্য ও ত্রানসামগ্রী নিশ্চিত করে সাময়িক বন্ধ ঘোষণা করেন।
পরে যখন জেলার বিভিন্ন বাজারে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক পাওয়া যাচ্ছিল না ঠিক তখনই ৫০ হাজার হ্যান্ড স্যানিটাইজার ও ১২ হাজার মাস্ক তৈরী করে জেলা পুলিশ। যা জেলা পুলিশ সহ ৫টি থানার মাধ্যমে বিতরণ করা হয়।
এছাড়াও জেলার বেদেসম্প্রদায়, হিজড়া সম্প্রদায় ও হতদরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ চলমান রয়েছে।
এসকল কার্যক্রমে রাজবাড়ী জেলার সর্বস্তরের মানুষের প্রশংসা পাচ্ছে জেলা পুলিশ।
এ ব্যাপারে আজ শনিবার রাজবাড়ী জেলা পুলিশ সুপার মিজানুর রহমান (পিপিএম) এর সাথে কথা হলে তিনি বলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম বার, পিপিএম বার) এর সুপরামর্শে রাজবাড়ী জেলা পুলিশ মানুষের সেবায় নিয়োজিত থাকবে। দেশের এই ক্রান্তিকালে রাজবাড়ীবাসীর পাশে দাড়াতে পেরে আমি ধন্য। দেশে করেনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলুন। আপনারা যথাসম্ভব বাড়ীতে থাকুন। আমি যতদিন দায়িত্বে আছি রাজবাড়ীবাসীর বিপদে আপদে পাশে থাকবো ইনশাআল্লাহ।