নিউজ ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে ১০দিন ছুটিতে থাকায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউপিতে ৬০ জন হতদরিদ্রদের মাঝে ১০ কেজি চাউল, আড়াই কেজি আলু ও ১ কেজি মশুর ডাউল বিতরণ করা হয়েছে।
সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা প্রশাসন থেকে পাওয়া এ ত্রাণ বিতরণকালে ইউপি চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম আলী। অন্যান্যের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ঠান্ডু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আকামত আলী মন্ডল, ইউপি সদস্য মোতালেব হোসেন, আ: মতিন ও আরিফুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।