রাজবাড়ীর কালুখালীতে হোমকোয়ারেন্টাইন না মেনে জনসমাগমে চলাফেরা করার অভিযোগে ২ জন প্রবাসীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মায়েশিয়া প্রবাসী রতনদিয়া ইউপির মুরারীখোলা গ্রামের মোঃ আকরাম হোসেন কে ১০ হাজার টাকা এবং সৌদি প্রবাসী বোয়ালিয়া ইউপির পাইকারা গ্রামের বসির আহম্মেদ কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম।
এসময় তিনি বিদেশ ফেরত সকলকে সরকারের নির্দেশনা অনুযায়ী ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় কালুখালী থানা অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান সহ সঙ্গীয় ফোর্স সহযোগীতা করেন।