কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবর্ষ (মুজিব শতবর্ষ) উপলক্ষ্যে রাজবাড়ীর কালুখালী সরকারী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।
১৬ মার্চ সোমবার বেলা ১২ টায় কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচী শুভ উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম।
এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসান রানা, অন্যান্যের মধ্যে সহকারী অধ্যাপক মাহবুব আহম্মেদ, হারুন-অর-রশিদ, হাফিজুর রহমান, মোঃ মিজানুর রহমান, মুন্সি মাহবুবুর রহমান, আঃ রহিম মোল্লা, অমরেশ সাহা, বজলুর রশিদ সহ কলেজের শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।