রবিবার রাজবাড়ীর কালুখালীতে উপজেলার রতনদিয়া ইউপির রুপসা পদ্মা নদীর কোলে মৎস্য চাষ প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে মোঃ ওমর আলী হালদার ও নিরাঞ্জন হালদার এর উদ্যোগে পদ্মা নদীর কোলে ১০০ একর জলাশয়ে রুই কাতলা মৃগেল সহ বিভিন্ন ধরনের মৎস্য চাষের সিদ্ধান্ত গ্রহণ করে। সকাল ১১টায় ১৬শত কেজি মাছ ছাড়া হয়েছে।
পর্যায়ক্রমে আরও মাছের পোনা ছাড়া হবে বলে জানানো হয়েছে।
এসময় রতনদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম জিন্নাহ, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের, আবুল হোসেন দেওয়ান, যুবলীগ নেতা হাফিজুর রহমান লাল্টু ও গঙ্গানন্দপুর মৎস্যজীবী সমিতির সভানেত্রী দিপালী বিশ্বাস সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এ ব্যাপারে মৎস্যজীবী ওমর আলী হালদার ও নিরাঞ্জন এ প্রতিনিধিকে জানায়, মৎস্য চাষের মাধ্যমে দেশের আমিষের চাহিদা পূরণ এবং বেকার সমস্যা সমাধানে কালুখালী উপজেলা দক্ষ মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম এর পরামর্শক্রমে এ মাছ চাষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।